মাঝপথে যাত্রীদের নামিয়ে দিতে এসি বন্ধ করলো পাকিস্তান এয়ারলাইন্স


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৫৪ এশিয়া

ই-বার্তা।। বিমান থেকে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দিয়ে বলা হলো, বাস ধরে যে যার গন্তব্যস্থলে চলে যান!যাত্রীরাও নাছোড়। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তারা। যাত্রীরা বেঁকে বসেছেন দেখে কর্মীরা বিমানের এয়ার কন্ডিশন বন্ধ করে দেন। ফলে বিমানের ভিতরে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে।
জিও নিউজের খবর অনুযায়ী, শনিবার বিমানটি আবুধাবি থাকে পাকিস্তানের রহিম ইয়ার খান-এ যাচ্ছিল। কিন্তু কম দৃশ্যমানতা থাকায় বিমানটিকে লাহৌর বিমানবন্দরে নামান পাইলট। অভিযোগ, তারপরই বিমানের কর্মীরা যাত্রীদের জানিয়ে দেন, বিমান আর যাবে না। বাস ধরে গন্তব্যস্থলে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু কীভাবে যাবেন এতটা পথ? লাহৌর থেকে রহিম ইয়ার খান-এর দূরত্ব ৬২৪.৫ কিলোমিটার। এতটা পথ তা-ও আবার বাসে করে! যাত্রীরা অনুরোধ করেন মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। যেখান থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ২৯২ কিলোমিটার। অভিযোগ, তাতেও রাজি হননি বিমানচালক থেকে কর্মীরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ