বেহাল দশা ঢামেক এর মর্গ


ই-বার্তা প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:২৯ রাজধানী

ই-বার্তা ।। ঢাকা মেডিকেল মর্গের বেশির ভাগ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রায় এক বছর ধরে নষ্ট। রেফ্রিজারেটরগুলোও ঠিকমতো কাজ করে না। ফলে মরদেহ সংরক্ষণ নিয়ে সংকট সৃষ্টি হয়েছে।

সমস্যা সমাধানে বারবার আবেদন করা হলেও জনবল ও যন্ত্রাংশ সংকটে মেরামত করা যাচ্ছে না বলে জানিয়েছে সরকারের মেডিকেল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান--নিমিউ। বাধ্য হয়ে দরপত্রের মাধ্যমে মেরামতের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

থেমে গেছে জীবনের চাকা। ট্রলির চাকায় ভর করে আসছে একেকটি প্রাণহীন দেহ।

এই মর্গের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ পোস্টমর্টেম রুম। কিন্তু এই কক্ষের ৩টি এসির সবকটি নষ্ট। ৫টি ফ্যানের মধ্যে চালু আছে মাত্র একটি। আর পোস্টমর্টেমের পর মরদেহ রাখা হয় এই কক্ষটিতে। সেখানে এসি না থাকায় পচে যায় মরদেহ।

ফরেনসিক বিভাগ বলছে, মর্গের এসি ও ফ্রিজ ঠিক করতে গেলো এক বছরে অন্তত ৮ বার আবেদন করা হয়েছে। ২৪ জুলাই একটি রিটও জারি করে হাইকোর্ট। সরকারের মেডিকেল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান-নিমিউকে চিঠি দিয়েও হয়নি কাজ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ