ধৈর্যের সময় শেষ হয়ে গেছেঃ ট্রাম্প


ই-বার্তা প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:৫৪ এশিয়া

ই-বার্তা ।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া ইস্যুতে ধৈর্য্য ধরার দিন শেষ হয়ে এসেছে। জাপান সফরের দ্বিতীয় দিনে এ মন্তব্য করেন তিনি। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় পদক্ষেপ নেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও।

উত্তর কোরিয়ার ওপর আঞ্চলিক চাপ বাড়ানো ও মার্কিন বাণিজ্য সম্প্রসারণ প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরের উদ্দেশ্য। এই দুটি ইস্যুই গুরুত্ব পেয়েছে জাপান সফরে।

এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান। কৌশলগত চুক্তির অংশ হিসেবে দেশটিতে মোতায়েন রয়েছে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা। টোকিও সফরে জাপানিদের রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসুচি অব্যাহত রেখেছে। পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এমনকি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। যা একেবারেই অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এসব সহ্য করবো না। ধৈর্যের সময় শেষ হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ