এবার মাদার তেরেসা পুরস্কার পেলেন বাংলাদেশের শিল্পী শুভ্র দেব


ই-বার্তা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৪৩ সংগীত


ই-বার্তা প্রতিবেদক।। রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব ভারতের মাদার তেরেসা পুরস্কার পেলেন । সংগীতে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে শুভ্র দেব বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। আমার ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জন করেছি। এটি অন্যতম বলেই মনে করি। মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটি ও এর সংশ্লিষ্ট সবার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।

এবার বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে এই সম্মাননা দেয়া হয়। শুভ্র দেবের সঙ্গে বাকি যে দুই বাংলাদেশি এ সম্মাননা পেয়েছেন। তারা হলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী। ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই পুরস্কার পান। ২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ