সিরিয়ায় আইএস আর উঠে দাঁড়াতে পারবে না


ই-বার্তা প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:২৯ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস চূড়ান্তভাবে পরাজিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। তিনি বলেন, আইএস পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। শুক্রবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-বুকমাল শহর মুক্ত করার কথা ঘোষণা দেয়। এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি গত তিন বছর ধরে আইএস দখল করে রেখেছিল। শহরটিকে সিরিয়ায় তাদের সর্বশেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ফয়সাল মিকদাদ জঙ্গিদের কাছ থেকে আল-বুকমাল শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেছেন।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দামেস্কে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আতহার হুসেইন বুখারির সঙ্গে সাক্ষাতে আইএসের চূড়ান্ত পরাজয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই বিজয়ে নিজ দেশের জনগণের পাশাপাশি যেসব দেশ সিরিয়াকে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি দামেস্ক কৃতজ্ঞতা জানাচ্ছে।

সাক্ষাতে সিরিয়া ও পাকিস্তানের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পাক রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় স্বার্থে দু’দেশের এই সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার করতে হবে।

২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় তাণ্ডব শুরু করে জঙ্গি গোষ্ঠীগুলো। ছয় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর সম্প্রতি সিরীয় সেনাবাহিনী তাদের দমন করে। এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছন। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ মানুষ।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ