জাটকা ইলিশসহ আটক ২


ই-বার্তা প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৭, শুক্রবার  | সন্ধ্যা ০৭:৫৯ চট্টগ্রাম

ই-বার্তা।। ফারুক আস্তানা।।চট্রগ্রাম মীরসরাই উপজেলা বাজার ও জোরারগঞ্জ বাজার থেকে খুচরা বিক্রিয়ের জন্য আনা ৮০ কেজি জাটকা ইলিশসহ দুইব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ও নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে তাদেরকে আটক কর হয়।

"জাটকা সংরক্ষণে আইনে নিষিদ্ধ " চলতি মাসের ১ নভেম্বর থেকে আগামী বছরের ২০১৮, ৩০ জুন পর্যন্ত দশ ইঞ্চির কম জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহণ ও মজুত করা বেআইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মীরসরাই পৌরসভা বাজার থেকে ৪৫ কেজি ও জোরারগঞ্জ বাজার থেকে ৩৫ কেজিসহ একজন করে জাটকার সাথে আটক করা হয়। আটককৃত দুইজনকে ২০০০ ও ৫০০ টাকা করে অর্থিক জরিমানা ও জাটকা ইলিশ আর বিক্রি করবেনা এই শর্তে মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত জাটকা ইলিশগুলো উপজেলার দুইটি এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের জন্য ভাগ করে দেওয়া হয়। এর আগে, গতবছর ডিসেম্বরে ৩৮০ কার্টুন জাটকা ইলিশসহ চারজনকে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ