হাথুরুসিংহের জন্য শ্রীলঙ্কান ক্রিকেটের চিঠি


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩১ ক্রিকেট

ই-বার্তা ।। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড চান্ডিকা হাথুরুসিংহেকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

যদি হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হিসেবে যোগ দেন তবে তার প্রথম সিরিজ থাকবে বাংলাদেশের বিপক্ষে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বা এসএলসির ক্রিকেট কমিটির পরামর্শে হাথুরুসিংহের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এসএলসির প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।

এবিষয়ে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসানের কাছে একটি চিঠি দিয়েছেন তিনি।

এই বিষয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু হাথুরুসিংহের সাথে বাংলাদেশের সম্পর্ক আক্ষরিক অর্থে শেষ হয়ে যায়নি তাই আমরা অপেক্ষা করছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, এবিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের সাথে বিসিবির চুক্তি ছিলো ২০১৯ সাল পর্যন্ত। কিন্ত অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরের পর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোছে পদত্যাগপত্র জমা দেন।

খবরঃ বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ