প্রধান শিক্ষক নেই ২৪৬ প্রাথমিক বিদ্যালয়ে


ই-বার্তা প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৩৩ ঢাকা বিভাগ

ই-বার্তা ।। প্রধান শিক্ষক নেই গোপালগঞ্জের পাঁচ উপজেলার ২৪৬ প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এ প্রতিষ্ঠানগুলো অভিভাবকহীন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, জেলার পাঁচ উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় মোট ৮৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৪৬ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

গোপালগঞ্জ সদর উপজেলার ২১৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৬টিতে, কোটালীপাড়া উপজেলার ১৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮টিতে, কাশিয়ানী উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০ টিতে, টুঙ্গিপাড়া উপজেলার ৭৮টি বিদ্যালয়ের মধ্যে ২৭টিতে, মুকসুদপুর উপজেলার ১৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টিতে প্রধান শিক্ষক নেই।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ