বেপরোয়া আচরন করছে উত্তর কোরিয়া ঃ জেমস ম্যটিস


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | সকাল ১১:১৬ আমেরিকা


গত রোববারের পিয়ংইয়ং এর ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘বেপরোয়া আচরণ’ হিসেবে অভিহিত করে বলেছেন, উত্তর কোরিয়াকে কীভাবে সামাল দেয়া যায় তা নিয়ে মার্কিন সরকার চীনের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করছে।

পেন্টাগন দাবি করেছে, রোববারের ক্ষেপণাস্ত্রটি আকাশে নিক্ষেপের পরপরই বিধ্বস্ত হয়েছে।

পিয়ংইয়ং প্রতি সপ্তাহে অন্তত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছে, আমেরিকা সামরিক পদক্ষেপ নিলে দেশটির বিরুদ্ধে ‘সর্বাত্মক’ যুদ্ধে চলে যাবে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার ভাইস-পররাষ্ট্রমন্ত্রী হ্যঅন সং-রিয়ল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরা নিজস্ব পদ্ধতি ও ঢঙে আগাম পরমাণু হামলা চালাব।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না হলেও দেশটির এ আচরণ অবশ্যই বেপরোয়া ছিল। ম্যাটিস আরো বলেন, এই বেপরোয়া আচরণের জন্যই ওয়াশিংটন চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মার্কিন সরকার উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ ও কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ