বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ই-বার্তা প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৩২ রংপুর

ই-বার্তা।। দিনাজপুরের সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে সীমান্তের ৩১৩ সাব পিলারের নিকটে ৩নং ম্যান পিলারের কাছে আটইর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোজাফফর হোসেন দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। দিনাজপুর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর রাতে ৭/৮ জনের একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ভারতীয় ৪১ বিএসএফের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।

নিহতের মরদেহ সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ

রংপুর এর আরও সংবাদ