সারাদেশে বৃষ্টিপাতের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | দুপুর ০১:২৪ অন্যান্য

ই-বার্তা ডেস্ক।। আজ বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানা গেছে, সারাদেশে বৃষ্টিপাতের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ