দুর্নীতি মামলায় খালাস পেলেন এরশাদ


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:৪৪ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক ।। বিমানের রাডার ক্রয় সংক্রান্ত মামলা থেকে খালাস পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা এই মামলার রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন ব্যুরো ১৯৯২ সালে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করে। এরশাদের পাশাপাশি এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আরো দুইজন।
মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন সেনাপ্রধান এরশাদসহ অপর আসামিরা যোগসাজশে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন।তাই সরকারের প্রায় ৬৪ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়। ফলে সরকারের সমূহ ক্ষতির অভিযোগ এনে উক্ত মামলা দায়ের করা হয় । ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের আইনজীবী সূত্রে জানা গেছে এ রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ