তালেবান হামলায় আফগানিস্তানে ১৪০ সেনা নিহত


ই-র্বাতা প্রকাশিত: ২২শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০১:০০ এশিয়া

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪০ আফগান সৈন্য নিহত হয়েছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জন থমাস ।

থমাস বলেন, সেনা ঘাঁটির একটি মসজিদ ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে শুক্রবারের এ হামলায় কোনো বিদেশি সেনা হতাহত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।
আফগান বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বাল্খ প্রদেশের রাজধানী মাজার শরীফ শহরে অবস্থিত সেনা ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং এর পরপরই সেখানে বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায়।

এর আগে আফগান সেনা মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, তালেবান জঙ্গিরা একটি সাঁজোয়া যানে করে সামরিক ঘাঁটিতে প্রবেশ করে মসজিদে নামাজরত সৈন্যদের ওপর নির্বিচারে গুলি চালায়। আত্মঘাতী বেল্ট পরিহিত এক জঙ্গি তার বোমার বিস্ফোরণ ঘটানোর আগেই সেনাবাহিনী তাকে হত্যা করতে সক্ষম হয় বলে তিনি জানান।

উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হামলার দাবি স্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ