ভারতে বিক্ষোভ সমাবেশে ট্রাক ঢুকে নিহত ২০


ই-র্বাতা প্রকাশিত: ২২শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০১:২৯ এশিয়া

ভারতের অন্ধ্র প্রদেশে কৃষকদের বিক্ষোভ-সমাবেশে আকস্মিক ট্রাক ঢুকে অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার রাজ্যের ছিততর জেলার একটি থানার বাইরে এ ঘটনা ঘটে।

দ্রুত গতির একটি ট্রাক প্রথমে একটি গাড়িকে আঘাত করে। পরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে কৃষকদের সমাবেশে ঢুকে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অনেকে। সেসময় কৃষকেরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল।

পুলিশ জানায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের বিক্ষোভ সমাবেশে ঢুকে পড়ে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চালক ইচ্ছাকৃত ভাবেই ট্রাক চালিয়েছে। ঘটনার পর ঘাতক চালক ও তার সহকারী পালিয়ে যায়। রাজ্য কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ