চির প্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনার ইতিহাস


ই-বার্তা প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৩৮ ফুটবল

ই-র্বাতা প্রতিবেদন , ক্লাব ফুটবরের দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কথা সবার জানা। দুই ক্লাবের এই লড়ায়ে লুকিয়ে আছে ১১৫ বছরের ইতিহাস।

দুই দল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ২৩২ বার। তার মধ্যে রিয়াল জয়ী হয়েছে ৯৩ ম্যাচ, র্বাসা ৯০ ম্যাচ আর ড্র হয়েছে ৪৯ ম্যাচ।

১৯০২ সালের ১৩ মে করোনেশন কাপের মধ্য দিয়ে দুই দলের লড়াই শুরুটা। সেই ম্যাচে বার্সার জয়টা ছিল ৩-১ ব্যবধানে। তবে লস ব্লাঙ্কোসরা লিগের প্রথম ক্লাসিকো জেতে ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারি।

দুই দলের সবচেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার লিওনেল মেসি।৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১, ডি স্তেফানোর ১৮, আর ক্রিস্তিয়ানো রোনালদো করেছেন ১৬ টি। তবে গত ৬ ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি।

৪৩টি ম্যাচে খেলে ম্যাচ সংখ্যায় সবার উপরের আ্ছে রিয়ালের ডিফেন্ডার সানচিস। বর্তমানে খেলা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩৪টি ম্যাচে খেলেছেন বার্সার হয়ে।

১৯৩৪-৩৫ মৌসুমে ক্লাসিকোতে মাদ্রিদে সবচেয়ে বড় হারের ব্যবধান ছিল ৮-২। একই মৌসুমে লা লিগায় রিয়ালের সবচেয়ে বড় জয়ের ব্যবধানও ছিল ৮-২।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ