বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল ও র্বাসা


ই-বার্তা প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৪:০৪ ফুটবল

ই-র্বাতা প্রতিনিধি,
ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।লিগে টিকে থাকার জন্য বার্সেলোনার সামনে জয় ছাড়া বিকল্প কোন পথ নেয়।

রবিবার দিবাগত রাত ১২.৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি।

নিষেধাজ্ঞার কারণে একাদশের বাইরে নেইমার। যদিও শেষ মুহূর্তে এসে স্পেনের ক্রীড়া আদালতে আপিল করেছে বার্সেলোনা । তবে নেইমার খেলতে পাবেন কিনা সেটা এখনও জানা যায়নি। সেক্ষেত্রে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণে সঙ্গী হবেন পাকো আলকাসার। অনিশ্চয়তা আছে রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেলকে নিয়েও। যদিও চোট কাটিয়ে অনুশীলন করেছেন তিনি।

বার্সেলোনা একাদশ (সম্ভাব্য):
আন্দ্রে টের স্টেগেন, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমিতি, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, গোমেজ, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং পাকো আলকাসার।
রিয়াল একাদশ (সম্ভাব্য):
কেইলর নাভাস, দানি কারভাহাল, নাচো, মার্সেলো ভিয়েরা, লুকা মডরিচ, কাসেমিরো, টনি ক্রুস, গ্যারেথ বেল, করিম বেনজেমা এবংক্রিস্টিয়ানো রোনালদো।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ