পরিবেশ দূষণের জন্য সবাই দায়ী: সাইফুল হাসিব


ই-বার্তা প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৬:১২ শিল্প

ই-বার্তা প্রতিবেদক,
সবাই কোনও না কোনোভাবে অপরিকল্পিত শিল্পকারখানা গড়ে তোলাসহ পরিবেশ দূষণের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. সাইফুল হাসিব। তিনি মনে করেন, নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে এ অবস্থা থেকে বেরিয়ে আসার কোনও বিকল্প নেই।

সোমবার (২৪ এপ্রিল) বিএসটিআই ও সার্কভুক্ত দেশসমূহের মান সংস্থা নিয়ে গঠিত সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) যৌথ উদ্যোগে সার্সো সেক্রেটারিয়েট অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন ‘টেকসই উন্নয়নের জন্য পরিবেশ ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। এতে করে দেশ বাঁচবে, জাতি সুরক্ষিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসটিআই’র পরিচালক (মান) আ.ন.ম. আসাদুজ্জামান, সার্সোর পরিচালক ইন্দু বিক্রম জোসি, রিড কনসাল্টিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ প্রক্টর, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. ফজলে রাব্বী সিদ্দিকী, মাসুদ ইকবাল শামীম।

সর্বশেষ সংবাদ

শিল্প এর আরও সংবাদ