দক্ষিন কোরিয়ায় সাবমেরিন পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র


ই-র্বাতা প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:১৪ এশিয়া

এবার দক্ষিণ কোরিয়ায় একটি পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস মিশিগান আজ(মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে ভিড়ছে। এ পদক্ষেপকে অনেকে শক্তি প্রদর্শন হিসেবে তুলে ধরেছেন।

বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে। ওহাইও শ্রেণির ডুবোজাহাজ গ্রুপের সঙ্গে পরে যোগ দিবে এবং জাপান সাগরে সামরিক মহড়া চালাবে।

উত্তর কোরিয়া এক আঘাতেই কার্ল ভিনসনকে ডুবিয়ে দেয়ার হুমকি দেয়ার পরই পরমাণু ডুবোজাহাজকে পাঠাল আমেরিকা।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ