আগে বাংলার মানুষ পরে বাংলাদেশ ঃ মমতা বন্দ্যোপাধ্যায়


ই-র্বাতা প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:০৯ এশিয়া

আগে তো আমাদের বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষের কথা ভাবব। তারপর যদি আমাদের বাংলার মানুষ পানি পেয়ে বাকি থাকে,তবে নিশ্চয়ই বাংলাদেশকে পানি দেওয়া হবে।

সোমবার রাজ্যের কোচবিহার জেলায় প্রশাসনিক সফরে গিয়ে ভারত ও বাংলাদেশ মধ্যকার তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আগে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে ভালোবাসি। আমরা বাংলাদেশকেও ভালোবাসি। বাংলাদেশকে তো আমরা এর আগে ফারাক্কার পানি দিয়েছি। এবার পানি দেবো না বলিনি। বলেছি, তিস্তার বদলে অন্য নদীগুলো নিয়ে আলোচনা হোক। আগে তো আমার বাংলার মানুষের কথা ভাবতে হবে। আমার এখানকার মানুষ পানি পেয়ে যদি বাকি থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশকে পানি দিতে আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আমাদের রাজ্যের কথা, আমাদের রাজ্যের মানুষের কথা মাথায় রাখতে হবে সবার আগে।’

তিনি আরো বলেন, ‘তিস্তায় এমনিতেই পানি নেই। তাই আমাদের রাজ্যের স্বার্থ পূরণ হয়ে পানি বাঁচলে সেই পানি নিশ্চয়ই বাংলাদেশকে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ