একধাপ এগিয়েছে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২২শে মার্চ ২০১৭, বুধবার  | রাত ০৮:০৩ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক : বার্ষিক মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ । জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনডিপি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।


মঙ্গলবার প্রকাশিত ২০১৬ সালের ওই প্রতিবেদনে দেখা যায়, ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম । একই অবস্থানে আছে ঘানা আর জাম্বিয়া। আগে ১৪০তম অবস্থানে ছিলো বাংলাদেশ।




এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৭৩তম অবস্থানে আছে শ্রীলংকা। ১০৫ তম অবস্থানে আছে মালদ্বীপ।ভূটান রয়েছে ১২৩তম স্থানে ভারত ১৩১ তম এবং পাকিস্তান ১৪৭ তম স্থানে অবস্থান করছে।


জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনডিপি মানুষের গড় আয়ু, মাথাপিছু আয়, শিশুদের স্কুলে যাওয়ার হার, মোট জাতীয় আয়ের পরিবর্তনসহ বিভিন্ন চলকের সাপেক্ষে এই সূচক তৈরি করে।




e-barta/m

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ