উন্নতির পুরস্কার পাচ্ছে বাংলাদেশ


ই-র্বাতা প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৬ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক।। সম্প্রতি সময়ে তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেও সফল।সবকিছু বিবেচনায় এখন আইসিসি’র নতুন ফাইনান্সিয়াল মডেল অনুযায়ী আট বছরে (২০১৫-২৩ সাল)আইসিসি থেকে ১৩২ মিলিয়ন ডলার রেভিনিউ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে এই পরিমাণ ছিল ৭৬ মিলিয়ন ডলার।

গত সপ্তাহে আইসিসির সভায় নতুন এই ফাইনান্সিয়াল মডেল অনুমোদন করা হয়েছে। আগামী জুনের শেষ সপ্তাহে আইসিসির বার্ষিক সম্মেলনে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। মূলত, তারপর থেকেই এটি কার্যকর হবে।

এই মডেল অনুযায়ী বাংলাদেশের সমপরিমাণ রাজস্ব পাবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড পাবে ১৪৩ মিলিয়ন ডলার। ভারত পাবে ২৯৩ মিলিয়ন ডলার। জিম্বাবুয়ে পাবে ৯৪ মিলিয়ন ডলার। সহযোগী দেশগুলো পাবে ২৮০ মিলিয়ন ডলার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ