মুম্বাইয়ের নাটকীয় জয়


ই-বার্তা প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার  | সকাল ১১:২১ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদন।। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। সুপার ওভারের ওই ম্যাচে নাটকীয়তায় তারা ৫ রানে হারিয়েছে গুজরাট লায়ন্সকে।

শনিবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে গুজরাট। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার ইশান কিশানের ব্যাটে। ১৪ রানে তিন উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলার ক্রুনাল পান্ডিয়া। দুটি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরাহ।

জবাবে পার্থিব প্যাটেলের ৪৪ বলে ৭০ রানে ভর করে সহজ জয়ের কাছাকাছি যায় মুম্বাই। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৪০ রান। কিন্তু বড় বিপত্তি বাধে ১৯তম ওভারে। বাসিল থাম্পির ওই ওভারে ৩ উইকেট হারায়। শেষ ৬ বলে ১১ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ছিল ২ উইকেট। প্রথম ৫ বলে ১০ রান তোলে আরও ১ উইকেটের বিনিময়ে। শেষ বলে মাত্র ১ রান প্রয়োজন ছিল, কিন্তু জাদেজার থ্রোতে সিঙ্গেল রান হওয়ার আগেই ক্রুনাল পান্ডে রানআউট। সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে মুম্বাইও।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। নিয়ম অনুযায়ী ১ ওভারে ২ উইকেটে রান করতে হবে ব্যাটিং দলকে। আর ৫ বল খেলেই ২ উইকেট হারিয়ে ১১ রান করে মুম্বাই। লক্ষ্যে নেমে যশপ্রীত বুমরাহর নিখুঁত বোলিংয়ে ৬ রানের বেশি করতে পারেনি গুজরাট। এক ওভারের এলিমিনেটরে জয় পায় মুম্বাই।
৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই থাকল মুম্বাই, শীর্ষে কলকাতা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ