ইরানে নির্মিত হবে অত্যাধুনিক পরমাণু নিরাপত্তা কেন্দ্র


ই-বার্তা প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার  | সকাল ১১:৫৭ মধ্যপ্রাচ্য

ই-বার্তা প্রতেবেদক।। ইরান এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে অত্যাধুনিক পরমাণু নিরাপত্তা কেন্দ্র নির্মাণ করবে। অদূর ভবিষ্যতে এ কেন্দ্র ইরানে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর প্রধান আলী আকবর সালেহি।
ইউরোপীয়ান ক্লাইমেট অ্যাকশন এবং এনার্জি কমিশনার মিগুয়েল আরিয়াস ক্যানেটির সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সালেহি। ইরান-ইইউ টেকসই জ্বালানি ফোরামের প্রথম বৈঠকে অংশ নেয়ার জন্য তেহরানে অবস্থান করছেন ক্যানেটি।
সালেহি আরো বলেন, পরমাণু নিরাপত্তা কেন্দ্রটি আঞ্চলিক দেশগুলোকে সেবা প্রদান করবে। ইউরোপীয় কমিশনারের সঙ্গে গত দেড় বছরে তিন দফা আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে খুব ভালো অগ্রগতি হয়েছে। এ ছাড়া, এ সংক্রান্ত চুক্তির বড় অংশই বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ