নওরোজ উৎসবে প্রশংসিত হলো বাংলাদেশী খাবার


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:৩২ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ডেস্ক : তেহরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নওরোজ উৎসব ২০১৭।ফার্সি নববর্ষ ১৩৯৬ উপলক্ষে তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশন করা হয় বাংলাদেশী খাবারসহ পৃথিবীর বিভিন্ন দেশের মুখরোচক খাবার।


উৎসবে আগত দর্শনার্থীরা বিখ্যাত হাফত সিন টেবিলে যখন বাংলাদেশের খাবার চেখে নিচ্ছিলেন তাদের চোখেমুখে তখন যেন এক অন্যরকম প্রশান্তি। বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি শিঙ্গারা, পেঁয়াজু, দুধ চা-সহ বিভিন্ন খাবারের প্রশংসা করেছেন তারা।




উৎসবে বাংলাদেশের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেহরানের বাংলাদেশ দূতাবাসের প্রধান এ টি এম মোনেমুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মোঃ সবুর হোসেন, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মুসা রেজা, তেহরানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মুমিত আল রশিদ প্রমুখ।


মোদাররেস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক নওরোজ উৎসব পালন করা হয়।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ