বিয়ে পড়ানোর অপরাধে কাজী জেলে, পালিয়েছে বরপক্ষ


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৫৫ খুলনা


ই-বার্তা প্রতিবেদক।।বাল্যবিয়ে পড়ানোর অপরাধে এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরপক্ষ পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বগেরগাছী গ্রামে এঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির (১৫)সঙ্গে একই গ্রামের সাকিবের বিয়ে হয়। বিয়ে পড়ান কাজী আসাদুল ইসলাম। পরে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে কাজীকে গ্রেফতার করে এক মাসের জেল দেন। এ সময় বরপক্ষ পালিয়ে যায়।

উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই রঞ্জন কুমার।

সর্বশেষ সংবাদ

খুলনা এর আরও সংবাদ