চলচ্চিত্রে যোগ্য নেতৃত্ব আনতে হবে:কবরী


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | সকাল ১০:৫৫ অন্যান্য


ই-বার্তা প্রতিবেদক।।এখন টেলিভিশন কিংবা দর্শকদের কাছে পুরনো ছবিগুলো জনপ্রিয়। নতুন কোন ছবি খুব বেশি আলোচিত হচ্ছে না। চলচ্চিত্রে যোগ্য নেতৃত্ব আনতে হবে। তাইলে এ অবস্থার উত্তোরণ হবে। এমনটাই বলছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কবরী।

মঙ্গলবার দুপুরে এফডিসিতে মিশা-জায়েদ খান প্যানেলের নির্বাচিনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময় কবরী বলেন, এবারের নির্বাচনে মিশা-জায়েদ ছাড়াও আরও দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কারো বিপক্ষে কিছু বলতে এখানে আসিনি। তারাও আমাদের আত্মার আত্মীয়। এখানে যে কথাটি বলতে এসেছি তা হলো- বুঝতে হবে কারা ভালো কাজ করতে পারেন। মিশা-জায়েদ একটা প্যানেল তৈরি করেছন ওদের একটা ওয়াদা রয়েছে। তাদের জন্য দোয়া আর্শিবাদ রইল, তারা যেন চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এগিয়ে যান।

কবরী আরও বলেন,ভারতের ছবি ও সে দেশের কলাকুশলীরা এদেশে এসে কাজ করছে। তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমাদের দেশের শিল্পীদের মতো ছবি, কলাকুশলীরাও সে দেশে গিয়ে কাজ করুক। এটা আমি চাই। তা হলেই আমাদের চলচ্চিত্র অঙ্গনটা আরও অনেক বড় হবে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ