১ যুগ ধরে হিসাব দেয় না ৭টি বিশ্ববিদ্যালয়


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | দুপুর ০১:৪৮ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক।। প্রতিবছরই সরকারের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা থাকলেও। প্রতিষ্ঠার পর থেকে বছরের পর বছর ধরে এ হিসাব জমা দেয়না এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অসংখ্য।
শিক্ষাবিদরা বলছেন, আয়ের টাকা লুটপাট করে নেয়ার উদ্দেশ্যেই এ অনিয়ম।

তবে কয়েক দফা চিঠি দিয়েও কাজ না হওয়ায় এবার নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

উচ্চশিক্ষাকে সহজ করা,এবং অলাভজনক প্রতিষ্ঠান হবে এমন ধারণা থেকেই ৯০ এর দশকে যাত্রা শুরু করে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

দেশের ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালকে আর্থিক বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী বছরের আয় ব্যয়ের হিসাব এবং সংরক্ষিত তহবিল এবং সাধারণ তহবিলের হিসাব নিকাশ কমিশন এবং সরকারের পাঠানোর কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালই মানেছে না এই নিয়ম।

ইউজিসির এক প্রতিবেদনে জানা যায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একবারও আয় ব্যয়ের হিসাবই জমা দেয়নি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে ২টি। এছাড়া ৭টি বিশ্ববিদ্যালয় প্রায় ১ যুগ ধরে কোনো হিসাব দেয়নি।

কার্টেসি ঃ সময় টিভি

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ