১৪ বছর অপেক্ষার পর রায়


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩০ ঢাকা বিভাগ

প্রতিবেদন।। ১৪ বছর পর মানিকগঞ্জে একটি ধর্ষণ মামলার রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন (৪৭)। তারা দুজনই পলাতক। এ মামলায় আব্দুল খালেককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া মামলা চলাকালে ২০০৬ সালের ৬ মার্চ আসামি কালু মিয়া মারা যান।

মামলার বিবরনে জানা যায়, ২০০৩ সালের ৬ মে রাত ৮টার দিকে ওই নারী তার দুই বোনকে নিয়ে বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। তারা উপজেলার ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণে ধল্লা ফাঁকা জায়গায় পৌঁছালে মানিক মিয়া ওরফে মইজা ও আবুল হোসেন ভিকটিমকে মুখ বেঁধে গ্রামীন ব্যাংকের দক্ষিণে একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এ,কে,এম নূরুল হুদা রুবেল এবং আসামি পক্ষে দীলিপ কুমার রাজবংশী মামলা পরিচালনা করেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ