নিজ নগরীতে বিক্ষোভের মুখে ট্রাম্প


ই-বার্তা প্রকাশিত: ৫ই মে ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৪৮ আমেরিকা

ই-বার্তা প্রতিবেদক।। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ নগরী নিউ ইয়র্কে ফিরে বিক্ষোভের মুখে পড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিজ নগরীর বাসিন্দারা ।

হাজার হাজার মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে মার্কিন
প্রেসিডেন্টের মোটর বহর নিউ ইয়র্কের বাতিল বিমানবাহী রণতরি ইট্রিপিডে পৌঁছায়। আমেরিকা সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকমের সঙ্গে বৈঠকের জন্য ওই এলাকায় যান ট্রাম্প।

আমাদের প্রেসিডেন্ট নয়, ‘ট্রাম্পকে নাকচ করো’ এবং আমেরিকাকে আবার মুক্ত চিন্তা করতে দাও’ বলে শ্লোগান দেয়া বিক্ষোভকারীরা। অভিবাসন থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত ট্রাম্পের গৃহীত সব নীতিকে চ্যালেঞ্জ করেন বিক্ষোভকারীরা।

ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল খুবই অল্প ভোটের ব্যবধানে বাতিল করার পরই এ বিক্ষোভ হলো। এ বিল বাতিল করতে সক্ষম হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের নিয়ে তা উদযাপন করেছিল হোয়াইট হাউজ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ