জামালপুরে ঘুষের টাকাসহ হাসপাতালের কর্মচারীকে হাতেনাতে আটক

ই- বার্তা ডেস্ক।।   ঘুষ গ্রহণের সময় জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ১ লাখ ৩৩ হাজার টাকাসহ গোলাম মোস্তফা খোকন নামে এক অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল দুদক উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে।

দুদক উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে অফিস সহকারী গোলাম মোস্তফা তাদের কাছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এমন সংবাদের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় তাকে ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা জব্দ করে দুদক।

তিনি আরও জানান, এছাড়া গোলাম মোস্তফার বিরুদ্ধ বেতন, বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এজাহার দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।