জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

ই-বার্তা ডেস্ক ।। জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চিকিৎসার জন্য ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার মঙ্গলবার( ২৬ মার্চ) রাতে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

এর আগে, এক আদেশে নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য মুক্তির আদেশ দেন সেদেশের আদালত। জামিনে মুক্তি পেলেও দেশের বাইরে যেতে পারবেন না সাবেক এ প্রধানমন্ত্রী। দেশের মধ্যেই তাকে চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে।

২০১৭ সালে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন দেশটির দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনাল। পরের বছর জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে একই অভিযোগে ১০ বছরের সাজা দেন আদালত। রায়ের পরপরই লন্ডন থেকে দেশে ফিরেন নওয়াজ শরীফ। পরে বিমানবন্দর থেকে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া