জিপিএ ৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৪৯ রাজধানী

ই-বার্তা।। রাজধানীর উত্তরায় সানজিদা ইসলাম নোভা (১৫) নামের এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। পরিবারের ধারণা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় সে আত্মহত্যার করেছে।

সোমবার সকাল ৮টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর বাসার তৃতীয় তলা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রীর চাচা নাসির উদ্দিন জানান, নোভা পড়ালেখায় খুব ভালো ছিল। এ বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নোভা। তার আশা ছিল, সে গোল্ডেন জিপিএ ৫ পাবে। কিন্তু ফলাফলে নোভা জিপিএ ৪.৭৩ পায়। আশানুরূপ ফল না পাওয়ায় সে মন খারাপ করে থাকত।

গতকাল রোববার রাত ২টার দিকে নোভা ঘুম থেকে উঠে পাশের রুমে বাবা নজরুল ইসলামকে মিষ্টি খাওয়ায়। এরপর আবার নিজের রুমে ঘুমাতে যায়। সকালে বাবা হাঁটতে যাওয়ার জন্য নোভাকে ডাকলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে নোভা। পরিবারের ধারণা, এসএসসিতে জিপিএ ৫ না পাওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ