খুব শীঘ্রই আসছে স্বস্তির বৃষ্টি


ই-বার্তা প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৫২ রাজধানী

ই-বার্তা।। গরমের দাবদাহ ভেঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি। অস্বস্তিকর এই সময়ে নগরবাসীকে এমনই এক সুসংবাদ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, রোদের তীব্রতা আর মাত্র একদিন থাকবে। আগামীকাল বা পরশু থেকে বৃষ্টি শুরু হবে। তবে তা হবে বিক্ষিপ্তভাবে। এভাবে রোদের মাঝে হঠাৎ করে বৃষ্টি হবে।

তিনি বলেন, আগামী ১১ তারিখ থেকে টানা বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি ২০ তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে। কারণ বৈশাখ প্রায় শেষ পর্যায়ে। এখন শুরু হবে বছরের আসল বৃষ্টির মৌসুম।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য বঙ্গোপসাগরে এখন একটি লঘুচাপ অবস্থান করছে। এটি যতই সামনে এগোবে ততই বৃষ্টিপাত বাড়বে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল
সাতক্ষীরাতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ