সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির ত্রাণ


ই-বার্তা প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:০৩ সিলেট

ই-বার্তা।। সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে দিরাই পৌরসভার বিএডিসি মাঠে ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষক পরিবারের মধ্যে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ উপলক্ষে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন, ঋণ নয়, হাওরাঞ্চলের কৃষকদের যত টাকা ক্ষতি হয়েছে, সরকারকে তত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ সরকারি দলের ঠিকাদাররা বাঁধ নির্মাণে চুরি করেছে বলে হাওরে পানি ঢুকেছে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, পরিবেশবিষয়ক সহসম্পাদক রওনকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সিলেট এর আরও সংবাদ