স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ


ই-বার্তা প্রকাশিত: ১১ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৪:০১ খুলনা

ই-বার্তা ডেস্ক।। বৃহস্পতিবার দুপুর ১টায় খুলনায় স্ত্রী দীপা (১৯) হত্যার দায়ে মো. লিটন মোল্লা (৩০) নামে এক যুবক ও তার ভগ্নিপতিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খুলনার নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস, এম সোলায়মান এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি গোপালগঞ্জের তারগ্রাম এলাকার মইনুদ্দিন মোল্লার ছেলে।

রায় ঘোষণাকালে লিটন মোল্লা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। লিটনের ভগ্নিপতি মজিদ হাওলাদার পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনার বাবার বাড়ি থেকে স্বামী লিটনের সাথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন রাজিয়া সুলতানা দীপা (১৯)। পরদিন রূপসা ব্রিজ এলাকার জাবুসার বিল থেকে দীপার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ২৫ফেব্রুয়ারি দীপার লাশের ছবি পত্রিকায় দেখে তার বাবা হারুন-অর রশিদ হাসপাতালে গিয়ে শনাক্ত করেন।
এঘটনায় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমল হোসেন বাদী হয়ে লিটন মোল্লা ও তার ভগ্নিপতি মজিদ হাওলাদারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

খুলনা এর আরও সংবাদ