রোহিঙ্গা-বাংলাদেশী শরণার্থীদের বহিষ্কারের দাবিতে জম্মুতে বিক্ষোভ মিছিল


ই-বার্তা প্রকাশিত: ২৪শে মার্চ ২০১৭, শুক্রবার  | সন্ধ্যা ০৬:২৪ এশিয়া

ই-বার্তা ডেস্ক : রোহিঙ্গা-বাংলাদেশী শরণার্থীদের বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার জম্মুতে বিক্ষোভ মিছিল হয়েছে। জম্মুর স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো এই মিছিল করে।


জম্মু বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।‘বাংলাদেশিদের ভাগাও, জম্মু নিরাপদ করো’ এমন কথাই ছিলো তাদের প্ল্যাকার্ড এবং স্লোগানজুড়ে ।
জম্মু-কাশ্মিরে বিজেপি বলছে ওই শরানার্থীরা তাদের দেশের বিপদের কারণ হবে। বিজেপি আরো দাবি করছে, জম্মুতে হিন্দু জনসংখ্যা কম করার ষড়যন্ত্র চলছে ।
রাজ্যের কোনো অংশে রোহিঙ্গাদের বসতি স্থাপনের জন্য কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টি’র চেয়ারম্যান হর্ষদেব সিং ।তাদেরকে নিজেদের নিরাপত্তার হুমকিস্বরূপ মনে করছেন তিনি।




e-barta/h/m

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ