চাকরি ফিরে পাচ্ছেন ১৪০ চিকিৎসক


ই-বার্তা প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার  | দুপুর ০১:৫৯ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। চাকরির ধারাবাহিকতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমমইউ ) ১৪০ চাকরিচ্যুত চিকিৎসককে অবিলম্বে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্তে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ রায় ঘোষণা করেন। তবে এই চিকিৎসকরা যতদিন চাকরিচ্যুত ছিলেন ওই সময়কে অবৈতনিক ছুটি হিসেবে গণ্য করা হবে বলে বলেছেন আদালত। চাকরি ফিরে পেতে এসব চিকিৎসকদের পাঁচটি রিভিউ আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ এ রায় ঘোষণা করে।

মামলার বিবরণীতে জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করার পর ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কয়েকশ’ চিকিৎসককে নিয়োগ দেয় বিএসএমমইউ কর্তৃপক্ষ। স্বাধীনতা চিকিৎসক পরিষদের বর্তমান সভাপতি ইকবাল আর্সলান আইন লঙ্ঘন করে এসব নিয়োগ দেয়া হয়েছে অভিযোগ করে হাইকোর্টে রিট আবেদন করেন । ২০১০ সালে ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট চিকিৎসকদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিয়োগ বাতিল হওয়া চিকিৎসকরা। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ