তুরস্ক নয় জর্দানের বিমানঘাঁটি ব্যবহার করবে জার্মানি


ই-বার্তা প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২৫ ইউরোপ

ই-বার্তা ।। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের একটি বিমানঘাঁটিতে বেছে নিতে পারে তার দেশ। জর্দানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অবকাশে এ ঘোষণা দেন তিনি।
জর্দানের বিমানঘাঁটির সম্ভাবনাময় অনেক দিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিবাচক সাড়া এবং সমর্থন দেয়ায় জর্দানের প্রতি কৃতজ্ঞ জার্মানি। জর্দানের আজরাক বিমানঘাঁটি শুক্রবার পরিদর্শন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, ইনজারলিক থেকে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত এখনো জার্মানি নেয়নি তবে জর্দানের ঘাঁটি পরিদর্শন করার প্রয়োজন ছিল। সেনা সরিয়ে নেয়ার কোনো প্রয়োজন দেখা দিলে জার্মানি প্রস্তুত থাকতে পারবে বলেও জানান তিনি।
ইনজারলিকে মোতায়েন সেনা অন্য কোথাও সরিয়ে নেয়ার কথা ভাবছে বলে গত সপ্তাহে ঘোষণা করেছিল জার্মানি। গত বছর ব্যর্থ অভ্যুত্থানে জড়িত তুর্কি সেনাদের জার্মানিতে আশ্রয় দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট টানাপড়েনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ