নিজেদের ছাড়িয়ে বার্সা


ই-বার্তা প্রকাশিত: ২২শে মে ২০১৭, সোমবার  | দুপুর ১২:৪৯ ফুটবল

ই-বার্তা।।শিরোপা ধরা দেয়নি মেসিদের হাতে। লা লিগায় বার্সাকে টপকে শিরোপা জিতেছে রিয়াল। তবে রেকর্ড গড়ে লিগের ইতি টানল বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এইবারকে ৪-২ গোলে হারিয়েছে লা লিগার দুই নম্বর দলটি। আর এই জয়ে লা লিগায় এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ ১১৫ গোলের রেকর্ড ছাড়িযে ১১৬ গোরের নতুন রেকর্ড করেন লুইস এনরিকের দল।

ম্যাচের সাত মিনিটে এইবারের মিডফিল্ডার তাকাশি ইনুইয়ের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পরের মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ৩৫ মিনিটে এইবারের ত্রাতা গোলরক্ষক ইয়োল রদ্রিগেজ। এসময় ইভান রাকিটিচের ভলিতে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। ৩৭ মিনিটে সুয়ারেজের শটেও ইয়োলই বাধা হয়ে দাঁড়ান।

বিরতির পর ৬১ মিনিটে ইনুইয়ের গোলেই ব্যবধান দ্বিগুণ করে এইবার। তবে ৬৩ মিনিটে অতিথিদের আত্মঘাতী গোলে কপাল ফিরতে শুরু করে স্বাগতিকদের।

নেইমারের শট পোস্টে লেগে ফিরে ডেভিড জুনকার শরীরে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের ৭০ মিনিটে সমতার সুযোগ হাতছাড়া করেন মেসি। জর্ডি আলবাকে ফাউল করে বার্সাকে পেনাল্টি দেয় এইবার। মেসির নেয়া সেই পেনাল্টি আবার ঠেকিয়ে দেয় রদ্রিগেজ। এর তিন মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। এসময় পাকো আলকাসেরের হেডে বল পেয়ে আলতো টাচে জাল খুঁজে নেন সুয়ারেজ। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন মেসি। নেইমারকে বক্সে ফাউল করেছিলেন আন্দ্রের কাপা।

পরে ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি আর গোলে নতুন রেকর্ডে নাম লেখান বার্সা।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ