বার্সেলোনার সাবেক সভাপতি আটক


ই-বার্তা প্রকাশিত: ২৪শে মে ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৫৮ ফুটবল

ই-বার্তা।। ব্রাজিল জাতীয় দলের ইমেজসত্ত্ব থেকে অনৈতিকভাবে অর্থ আয় করার অভিযোগে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে আটক করেছে পুলিশ। অর্থ কেলেঙ্কারির মামলায় আরো কয়েকজনের সঙ্গে তাঁর স্ত্রীকেও আটক করা হয়। মঙ্গলবার স্প্যানিশ পুলিশ কাতালুনিয়ার নর্থ ইস্টার্ন থেকে তাদের আটক করে।

৫৩ বছর বয়সী রোসেল ২০১০ সালে বার্সেলোনার সভাপতির দায়িত্ব নেওয়ার আগে লম্বা সময় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে কাজ করেছেন। সেই সময়ে নিজের কোম্পানি আইল্যান্তো মার্কেটিংয়ের মাধ্যমে ব্রাজিল দলের বিভিন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করতেন রোসেল। এর মাধ্যমে কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ করেছেন বার্সার সাবেক এই সভাপতি।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সঙ্গে ইমেজ রাইট-সংক্রান্ত তদন্তে তার বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ মিলেছে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ