বৃষ্টিহীন আর কয়দিন


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:২৩ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। আবহাওয়ার এ অবস্থায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন জায়গায় বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরো চারদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও মাইজদী কোর্ট (নোয়াখালী) অঞ্চলসহ কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ