ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে এ বক্তব্য দিল ফ্রান্স।


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:০৯ ইউরোপ

ই-বার্তা ডেস্ক ।। ইরানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে এ আহ্বান জানানো হয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইরানের সঙ্গে রাজনৈতিক সংলাপের লক্ষ্যে কাজ করবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লি দিরিয়ান। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে গঠনমূলক পদক্ষেপের অংশ হিসেবে এটি করা হবে বলে এতে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে এ বক্তব্য দিল ফ্রান্স। সৌদি আরব সফরকালে ট্রাম্প ইরানকে একঘরে করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরই এ বক্তব্য দিল ফ্রান্স।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ