দেশী টিভি চ্যানেলের বিজ্ঞাপনে বিদেশী মডেল


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | রাত ০৮:৫৫ অন্যান্য

বিনোদন ডেস্ক ।। আইন করে বন্ধ হলো বিদেশী চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে বহুদিন ধরে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।দেশি চ্যানেলের বিজ্ঞাপনে অহরহ বিদেশি মডেল। বর্তমানে দেশীয় টিভি চ্যানেলগুলোতে যেসব বিজ্ঞাপন দেখা যাচ্ছে, তাতে দেশী মডেলদের পাশাপাশি বিদেশী মডেলের উপস্থিতি লক্ষণীয়।

একটা সময় যেমন বাংলাদেশের জন্য নির্মিত লাক্সের বিজ্ঞাপনে মডেল হতো বাংলাদেশী তারকারা। বর্তমানে টিভিতে প্রচার হচ্ছে নতুন নতুন বিজ্ঞাপন। এতে মডেল হিসাবে দেখা যাচ্ছে কলকাতার নায়ক নায়িকাদের।তাদের মধ্যে রয়েছে অঙ্কুশ, সায়ন্তিক,নুসরাত,কৌশান,মুখার্জি,শ্রাবন্তীক,শুভশ্রী,ইন্দ্রানী হালদার ও রাইমা সেন।এছাড়া রূপায়ণ গ্রুপের বিজ্ঞাপনের মডেল হয়েছেন সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় মডেলদের চেয়ে জনপ্রিয়তার দিক থেকে বহুগুনে এগিয়ে বাংলাদেশের বিজ্ঞাপনের মডেলরা।বাংলাদেশের প্রথম সারির তারকারা বিজ্ঞাপন করলে শুধু যে জনপ্রিয়তা পায়


তা নয়। মিডিয়া কাভারেজও পেয়ে থাকে।এখনও রিয়াজ, মৌসুমী, পূর্ণিমা, শাকিবখান,নিপুণ,চঞ্চল কিংবা জয়া আহসানের নতুন বিজ্ঞাপন প্রচারিত হলে তা আলোচনায় চলে আসে।

বাংলাদেশের মডেল তারকা জুটি হিসেবে নোবেল-মৌ এখনও অবিসংবাদিত।এ জুটি নতুন কোন পণ্যের মডেল হলে সে পণ্যের বিজ্ঞাপন রাতারাতি অলোচনায় চলে আসে। পাশাপাশি দেশীয় সঙ্গীত তারকারা মডেল হলেও সেই বিজ্ঞাপন জনপ্রিয়তা পায়।

গানের পাশাপাশি মডেল হিসেবে সফলতা পেয়েছিলেন, কুদ্দুস বয়াতী, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, জেমস, মমতাজ, হাবিব ওয়াহিদ, মিলা।

এমন কি এ দেশের ক্রিকেটাররাও এখন মডেল হিসেবে জনপ্রিয়। সেক্ষেত্রে সাকিব আল হাসান সবচেয়ে এগিয়ে। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ ও বিশ্ববরেণ্য মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার আমাদের বিজ্ঞাপনে মডেল হয়ে জনপ্রিয়তা পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ