শুরুর ধাক্কা সামলে উঠেছে ভারত


ই-বার্তা প্রকাশিত: ৩০শে মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৩৮ ক্রিকেট

১ তারখি হতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ জিতে মনোবল উচুতে রাখতে চাইবে দুই দল।সে লক্ষে প্রথমেই ভালো শূচনা করে বাংলাদেশ। রিপোট লেখা পর্যন্ত ক্রিজে কার্তিক ৬৪ ও কেদার যাদব ২৫ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর: ৩০ ওভার শেষে ১৬৬ তিন উইকেট

ধাওয়ান ফেরালো সানজামুল

ভারতের শুরুর ধাক্কা ভালোই কাটিয়ে ওঠে শিখর ধাওয়ান ও দিলেশ কার্তিকের ১০০ রানের জুটিতে।এর পর ধাওয়ানকে ৬০ রানে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্থি ফেরালেন সানজামুল।

রুবেলের পর মুস্তাফিজের আঘাত:

ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে প্লেড অন হয়ে ফিরেছেন অজিঙ্কা রাহানে (১১)। ভারতের স্কোর তখন ২ উইকেটে ২১।

ভারত শিবিরে রুবেলের প্রথম আঘাত:

বাংলাদেশের করা দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন তিনি। ডানহাতি পেসার রুবেলের করা অফ স্টাম্পের বল ভারতীয় ওপেনারের ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। রোহিত করেন ১, ভারতের স্কোর তখন ১ উইকেটে ৩।

টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত

মূল আসরের আগে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দায়িত্ব পালন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দুই দলের স্কোয়াড

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ