খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা


ই-বার্তা প্রকাশিত: ৩০শে মে ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:২৩ রাজধানী

ই-বার্তা।।পবিত্র রমজান মাসের তৃতীয় দিন ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআই’র সিএম লাইসেন্সের শর্তভঙ্গ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি তৈরি ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসন, র্যা ব, এপিবিএন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ছয়টি মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ারীর হোটেল সুপার, মিটফোর্ডের নিজাফ এন্টারপ্রাইজ, আমিনুল হক, ফাইভ ব্রাদার্স, আকুর রহমান, ওয়াহিদুর রহমান ও সিফাত এন্টারপ্রাইজ, উত্তরার আররা ফুড অ্যান্ড বেভারেজ, লালবাগের নূর ফুড প্রোডাক্টস, কেরানীগঞ্জের সাগর ফুড প্রোডাক্টস এবং সাভারের অনিক ফুড প্রোডাক্টস, বনফুল অ্যান্ড কোং ও ইসলাম বেকারি।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ