এক কাতারে আশরাফুল,মাশরাফি,সাকিব


ই-বার্তা প্রকাশিত: ৬ই জুন ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:০৮ ক্রিকেট

মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ম্যাশ-সাকিব। বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে আশরাফুলের মতো ১৭৫টি ম্যাচ খেলার মালিক এখন মাশরাফি-সাকিব। তবে ক্রিকেটে ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে আন্তজাতিক ক্রিকেটে থেকে বাইরে রয়েছে বাংলাদেশের এস সময়ের সেরা এ তারকা ব্যাটম্যান।

২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে আশরাফুলের। ওই বছরের শেষের দিকে দেশের মাটি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামেন মাশরাফি। আর ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে সাকিবের।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ খেলা শীর্ষ পাঁচ খেলোয়াড় :

খেলোয়াড় ম্যাচ রান (ব্যাটিং) উইকেট (বোলার)

মোহাম্মদ আশরাফুল : ১৭৫ ৩৪৬৮ ১৮
মাশরাফি বিন মর্তুজা : ১৭৫* ১৫৪৩ ২৩০
সাকিব আল হাসান : ১৭৫* ৪৮২৫ ২২৪
মুশফিকুর রহিম : ১৭৪* ৪৩১৪ ০
তামিম ইকবাল : ১৭১* ৫৫৭৮ ০

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ