১৯৮৩ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন ইমরান খান!


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৩৯ ক্রিকেট

ই-বার্তা।। ১৯৯২ বিশ্বকাপ জয়ের পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ইমরান খান। প্রায় দুই যুগেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠলো। অভিযোগটিই করলেন পাকিস্তানের মুসলিম লিগের মিডিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহদি। তিনি বলেন, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ইমরান খান।

মোহাম্মদ মাহদি দাবি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ফিক্সিং ম্যাচ খেলে প্রচুর টাকা রোজগার করেছেন ইমরান। ক্যারি পেকারের সিরিজ খেলে টাকা রোজগার করতে গিয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ডুবিয়েছিলেন ইমরান। এতেই শেষ নয়, ইংল্যান্ডে ফিক্সিংয়ের টাকায় ইমরান ফ্ল্যাট কিনেছিলেন বলেও অভিযোগ করেন মাহদি। ১৯৮৩ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার সময় ইমরান কীভাবে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন, সে ব্যাখ্যাও দয়েছেন মাহদি।

১৯৮৩ সালের বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইমরান এমন সময় বোলিং করতে অস্বীকার করেন, যখন দলের তাকে প্রয়োজন ছিল। ইমরান সেবার টাকার বিনিময়ে অনেকগুলো ডাক মেরেছিলেন। মাহদি দাবি করেছেন, সেই সময়ের ঘটনাটির একটি তদন্ত হওয়া উচিৎ। সে বছরই লল্ডনে ইমরানের ফ্ল্যাট কেনার ঘটনা সামনে নিয়ে আসার মধ্যে দিয়েই, ফিক্সিংয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মাহদি।

পাকিস্তান ক্রিকেট মহল এ বিষয়ে সেভাবে এখনও মুখ খোলেনি। ইমরান আর মেহেদি ভিন্ন রাজনৈতিক দলের তাই ইমরানকে আক্রমণের মধ্যে রাজনৈতিক সমীকরণ দেখছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ