যুক্তরাজ্যে ভোট গ্রহন চলছে আজ


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৩৫ ইউরোপ

ই-বার্তা ডেস্ক ।। নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছে যুক্তরাজ্যের সাধারণ জনগণ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর। কিন্তু ব্রেক্সিট বিষয়ে পার্লামেন্ট সদস্যরা ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় হঠাৎ করেই এপ্রিলে আগাম নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

নির্ধারিত সময়ের তিন বছর আগে হতে যাওয়া এবারের নির্বাচনে ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচন করবেন নিবন্ধিত ৪ কোটি ৬৯ লাখ ভোটার।

স্থানীয় সময় রাত ১০ টায় ভোট গ্রহণ শেষে হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে।

যুক্তরাজ্যর নির্বাচনে বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ বাঙালি প্রার্থীও। যার মধ্যে আছেন গত নির্বাচনে লেবারের টিকেটে বিজয়ী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ