এক দিনে ৩০০ কোটি ডলারের মালিক


ই-বার্তা প্রকাশিত: ১০ই জুন ২০১৭, শনিবার  | রাত ০৮:১৬ ইন্টারনেট

ই-বার্তা প্রতিবেদক।। এক দিনেই ৩০০ কোটি ডলারের সম্পত্তির মালিক চীনের ইংরেজি শিক্ষক জ্যাক মা। তার মালিকানাধীন কোম্পানি ‘আলিবাবা’র শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকায় এক দিনেই তার সম্পদ এতোটা বেড়ে গেছে।

আলিবাবাকে চীনের ই-বে বলে গণ্য করা হয়। সমস্ত কিছুই বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে।তাই বাজার বিশ্লেষকরা আশা করেছেন, তার চেয়েও অনেক বেশি ভালো ব্যবসা করছে আলিবাবা। ফলে শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ার এখন বেশ চাঙ্গা।

জ্যাক মা ৬০ হাজার ডলার দিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তাঁর সম্পত্তি ৪০ হাজার কোটি ডলার। ১৯৯৯ সালে আলিবাবা নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করতেন। এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি। ধারণা করা হচ্ছে, জ্যাক মা এই মূহুর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ