লন্ডনে ২৭ তলা ভবনে আগুন আহত ৩০


ই-বার্তা প্রকাশিত: ১৪ই জুন ২০১৭, বুধবার  | দুপুর ০১:১২ ইউরোপ

ই-বার্তা ডেস্ক ।। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের শহরের পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

স্থানীয় সময় ভোর রাতের দিকে গ্রিনফেল্ড টাওয়ারটিতে আগুন লাগে। খবর পেয়ে অন্তত ২শ দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুরো ভবনটিতেই আগুন ছড়িয়ে পড়েছে। অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে নিচ থেকে পুরো ভবনটিই জ্বলতে দেখা গেছে। সেটি ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভবনটিতে বহু মানুষ আটকে পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ